ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে নয়ন-বকর

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে নয়ন-বকর

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে রাইসুল ইসলাম নয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে আবু বকর খানকে দায়িত্ব দেয়া হয়েছে।

বুধবার রাতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

১২ সদস্যবিশিষ্ট কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন জহির রায়হান, আল আমিন, আহমেদ তৌফিক মেছবাহ এবং মাশফিক আনজুম রানা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মাহমুদুল হাসান মিশু, এম. এম. মুসা ও মোহাম্মদ ঢালী লিখন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক আশফাক শরিফ, দপ্তর সম্পাদক তিথি সরকার এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাকিবকে দায়িত্ব দেয়া হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি রাইসুল ইসলাম নয়ন বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক দায়িত্ব অবশ্যই পালন করব। তবে সাধারণ শিক্ষার্থীদের দাবি-দাওয়া আদায়ে আমরা আগে যেমন সোচ্চার ছিলাম সাংগাঠনিক দায়িত্ব পাওয়াতে আমাদের দায়িত্ব আরো বেড়ে গিয়েছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সকলের সহযোগিতা কামনা করছি।


তমাল/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়