ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শিক্ষার্থীদের ৩ দিনের আলটিমেটাম

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৫, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষার্থীদের ৩ দিনের আলটিমেটাম

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে (এমপিআই) শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের দাবিতে তিনদিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

তিনদিনের মধ্যে দাবি না মানলে অমরণ অনশনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি শেষে আলটিমেটাম দিয়ে আজকের মতো আন্দোলন সমাপ্ত করেছেন শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যম্পাস থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শিমুলতলা বাজার প্রদক্ষিণ করে আবার কলেজে এসে শেষ করেন।

এসময় শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

জানা যায়, দ্বিতীয় শিফটের পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদে ও বিশ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে ইন্সটিটিউটের শিক্ষকরা দীর্ঘদিন কর্মবিরতি পালন করছেন। আর এ কর্মবিরতির ফলে বন্ধ রয়েছে ক্লাস। এতে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ।

শিক্ষার্থীদের দাবি, গত দেড় বছর ধরে থেমে থেমে শিক্ষকদের কর্মবিরতি চলছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই দাবি মেনে নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।

এছাড়া, প্রশাসন বরাবর দ্বিতীয় শিফটের স্থায়ী সমাধানসহ আরো আটদফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো-

১. ২য় শিফট চালুর স্থায়ী সমাধান হতে হবে।

২. ২য় শিফটের জন্য আলাদা শিক্ষক দিতে হবে।

৩. সকল পলিটেকনিকের ল্যাব উন্নতিকরণ ও আধুনিকায়নসহ আবাসিক হল বৃদ্ধি করতে হবে।

৪. সকল ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য ডুয়েটের ন্যায় সরকারি প্রতিষ্ঠান স্থাপন করতে হবে।

৫. ডিপ্লোমা ডিগ্রিধারীদের সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে, পুরোনো নিয়োগবিধি সংশোধন করতে হবে।

৬ .সরকারি সকল প্রতিষ্ঠানে চাকরি ক্ষেত্রে ডিপ্লোমাদের জন্য পদের সংখ্যা বৃদ্ধি করতে হবে।

৭. ৮ম পর্বসহ সকল পর্বের পরীক্ষার ফলাফল দ্রুত দিতে হবে।

৮. সরকারি ও বেসরকারি চাকরি আবেদন ফি-র নামে বাণিজ্য বন্ধ করতে হবে। (আবেদন ফি ১০০- ২০০ এর মধ্যে রাখতে হবে)।

এই দাবির প্রেক্ষিতে তারা রোববারও ক্যাম্পাসে অবস্থান নেন। এসময় ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থী মো. জসিম উদ্দিন বলেন, ‘দেশের প্রত্যেকটা পলিটেকনিকের শিক্ষার্থীরা এই সমস্যায় ভুগছেন। এর ধারাবাহিকতায় আমরাও এই দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আগামীকাল আমরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি নিয়ে যাবো। আমাদের পক্ষ থেকে তিনদিনের আলটিমেটাম দেয়া হয়েছে। দাবি না মানলে আমরা অমরণ অনশনে ডাক দিবো।’

এবিষয়ে কলেজের অধ্যক্ষ মো. রেদওয়ানুর রহমান জানান, আজকেও শিক্ষার্থীরা কলেজে বিভিন্ন কর্মসূচি করেছে। প্রথম শিফটের শিক্ষার্থীরা দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে করে তারাও ক্লাস বর্জন করছে।

 

সাইফুল্লাহ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়