ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হিরু-রিপনকে সংবর্ধনা দেবে জবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিরু-রিপনকে সংবর্ধনা দেবে জবি

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু ও স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনকে সংবর্ধনা দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

এই দুই নেতা দায়িত্বপ্রাপ্ত হবার কারণে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এলামনাই অ্যাসোসিয়েশন এই সংবর্ধনা দেবে।  তারা দু’জনই ওই বিভাগের শিক্ষার্থী ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক এনআই আহমেদ সৈকত জানান, আগামী ২৯ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান।

তিনি বলেন, ‘হিরু (নজিবুল্লাহ) ভাই গুণী ব্যক্তি। দেশরত্ন শেখ হাসিনা তাকে মূল্যায়ন করে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন। এছাড়া রিপন ভাইকেও যথাযথভাবে মূল্যায়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা। গত বছর শুদ্ধি অভিযানের কঠিন সময়ে স্বেচ্ছাসেবক লীগ মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় তাকে।’

‘এক সময় পুরোনো ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে দাপটের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। সুদক্ষ নেতৃত্বগুণ ও সীমাহীন ত্যাগের পুরস্কার হিসেবেই হিরু-রিপন ভাই আজকের এই অবস্থানে পৌঁছেছেন। তারা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গর্ব, অহংকার। তাদের জন্য সংবর্ধনার আয়োজন করতে পেরে আমরা অ্যাকাউন্টিং এলামনাই অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্যই বেশ আনন্দিত’, বলেন সৈকত।

গত বছরের ডিসেম্বরে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (সাবেক) ছাত্রলীগের সভাপতি, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন।

এর আগে, ১৬ নভেম্বর ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপতি হিসেবে কামরুল হাসান রিপনের নাম ঘোষণা করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান রিপন বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

ঢাকা/পারভেজ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়