ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ঢাবির আইবিএ তে ইনোভেশন ল্যাব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবির আইবিএ তে ইনোভেশন ল্যাব

দেশে প্রথমবারের মতো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইনোভেশন ব্যবস্থাপন করলো শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এই অত্যাধুনিক ইনোভেশন ল্যাব উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এর উদ্বোধন করেন।

এসময় রবির ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মাহাতাব উদ্দিন আহমেদ, ইনফরমেশন অফিসার আসিফ নাঈমুর রশিদ, রিসোর্সেস অফিসার ইমতিয়াজ খান অধ্যাপক সৈয়দ আনোয়ার এবং আইবিএর শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আইবিএর শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের সর্বশেষ ডিজিটাল প্রযুক্তি যেমন -ডাটা অ্যানালিটিক্স ব্লকচেইন ইন্টারনেট অব থিংস আইওটি তাদের সাথে পরিচিত করার লক্ষ্যে এটি স্থাপন করা হয়েছে।

এছাড়া দেশের মানুষের বিভিন্ন প্রয়োজন মেটাতে বাস্তবসম্মত ব্যবসায়িক উদ্ভাবনে এটি ভূমিকা রাখবে ।


ঢাকা/ইয়ামিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়