ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রাবিতে নিয়োগ পরীক্ষায় নকল, বহিষ্কার ১

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাবিতে নিয়োগ পরীক্ষায় নকল, বহিষ্কার ১

ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিম্নমান সহকারী পদে নিয়োগ পরীক্ষা চলাকালীন মোবাইলে উত্তরপত্রসহ এক পরীক্ষার্থীকে হাতেনাতে ধরেছে পরীক্ষক।

এ ঘটনায় তাকে বহিষ্কার করা হয়। পরে ওই শিক্ষার্থীর বাবার উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্যার কুদরত-ই-খুদা একাডেমিক ভবনের ৪১২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রীক্ষার্থীর নাম মো. আশিকুর রহমান। তিনি রাজশাহীর ভদ্রা এলাকায় থাকেন।

পরীক্ষা চলাকালীন কক্ষে দায়িত্বরত পরীক্ষক ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রভাষক আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পরীক্ষা চলাকালীন একজনকে মোবাইলে উত্তরপত্রসহ হাতে নাতে ধরেছি। তাকে বহিষ্কার করা হয়েছে। এরপর প্রক্টর স্যারকে জানিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘যেহেতু তাকে বহিষ্কারও করা হয়েছে। তাই ভবিষ্যতে এ ধরনের অপকর্মসহ কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না এই শর্তে তার বাবার উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’

 

শাহিনুর খালিদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়