ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৫২

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৮, ৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৫২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ছাত্রলীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষে জড়িত সন্দেহে ৫২ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৪ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে ওই সংঘর্ষ হয়। ঘটনা নিশ্চিত করেছেন হাটহাজারী থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন জাহাঙ্গীর (ওসি)।

সংঘর্ষে অভিযুক্ত দুই দল হলো—  সিক্সটি নাইন ও বিজয় গ্রুপ। সংঘর্ষ চলে রাত সাড়ে ৩টা পর্যন্ত।

বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, বুধবার বিকেলে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনার জের ধরে মধ্যরাতে এফ রহমান হলে বিজয় গ্রুপের ওপর আক্রমণ চালায় সিক্সটি নাইন গ্রুপ। এ সময় হলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হলের জানালা-দরজা ও বৈদ্যুতিক বাতি ভেঙে ফেলা হয়। একপর্যায়ে ছয় ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে বিজয় গ্রুপকে হটিয়ে এফ রহমান হল দখলে নেয় নাছির গ্রুপ।দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ থেকে ৩০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বর্তমানে।

ওসি আরো জানান, রাতে ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন। ৫২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়