ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জবিছাত্রীকে যৌনহয়রানি: ২৪ ঘণ্টায়ও আটক হয়নি কেউ

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪২, ৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবিছাত্রীকে যৌনহয়রানি: ২৪ ঘণ্টায়ও আটক হয়নি কেউ

মামলা করার ২৪ ঘণ্টা পার হলেও ধরা পড়েনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রীকে যৌনহয়রানির ঘটনায় জড়িতরা।

শনিবার (০৭ মার্চ) এ বিষয়ে সুত্রাপুর থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত কোনো আসামি ধরা পড়েনি।

মামলার অগ্রগতির বিষয়ে সুত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ বলেন, ‘মামলার অগ্রগতি হয়েছে, তবে তদন্তের স্বার্থে আমরা প্রকাশ করছি না। আমাদের যতটুকু প্রসেস করার করছি।’

২৪ ঘণ্টা পার হলেও আসামিদের গ্রেপ্তার না হওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি কাজী ওয়াজেদ বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আসামি ধরা পড়বে এমন কোন নিয়ম নাই, আমরা কোনো আল্টিমেটাম দেইনি। আসামি ধরলে ৬ মিনিটেও ধরা যায়। আমরা এটা নিয়ে স্পেশাল টিম করেছি। ভিডিও ফুটেজ নিয়ে কাজ করছি। আমাদের সঙ্গে ডিবি কাজ করছে, র‌্যাব কাজ করছে। আমাদের যতধরনের প্রক্রিয়া ফলো করার আমরা করছি।’

ভুক্তোভোগী নারী শিক্ষার্থী বলেন, ‘আমার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার নিয়মিত যোগাযোগ রাখছেন। এখনও কোনো ফলাফল হয়নি।’

মামলা কখন করা হয়েছে এবিষয়ে তিনি বলেন, ‘গতকাল দুপুরে মামলা করেছি।’

২৪ ঘণ্টা পার হলেও আসামি গ্রেপ্তার না হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘গাড়ির নম্বরের জন্য বিআরটিএর-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশের তিনটি টিম গঠন করা হয়েছে।’

শুক্রবার (৬ মার্চ) সকালে, পুরান ঢাকার কলতাবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্চিত করে দুই বখাটে। এঘটনায় দুপুরে সুত্রাপুর থানায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। এঘটনায় জড়িত দুইজন মোটরসাইকেল আরোহীকে সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করেছেন ভুক্তভোগী।

 

তমাল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়