ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সংসদ টিভির ভিডিও ক্লাসের শিক্ষক হতে পারবেন যারা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩০, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংসদ টিভির ভিডিও ক্লাসের শিক্ষক হতে পারবেন যারা

করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রথমে ৩১ মার্চ পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত হলেও পরে  ৯ এপ্রিল পর্যন্ত তা বর্ধিত করা হয়।

এ অবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত যেন না হয় সেজন্য সংসদ টেলিভিশনে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে রেকর্ডিং করে সেটি টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে।

রোববার (২৯ মার্চ) থেকে ক্লাস নেওয়া শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত সব ক্লাস রেকর্ড করার জন্য পর্যাপ্ত দক্ষ শিক্ষক পাওয়া যায়নি বলে জানা গেছে। তাই মহানগরীর স্কুলগুলোর প্রধান শিক্ষকদের কাছে শিক্ষক মনোনয়ন চাওয়া হয়েছে।

এ বিষয়ে সোমবার (৩০ মার্চ) মাউশির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) অধ্যাপক ড. প্রবীর কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে বলেন, ‘এ মূহুর্তে সব শিক্ষককে পাওয়া যাচ্ছে না। তাই যারা ঢাকায় অবস্থান করছেন তাদের রেকর্ডিং নিচ্ছি। কিন্তু পর্যাপ্ত দক্ষ শিক্ষক না পাওয়ায় প্রধান শিক্ষকদের বরাবর মনোনয়ন চাওয়া হয়েছে।’

যারা আগ্রহী তাদের সবাই রেকর্ড দিতে পারবে। কিন্তু সবারটা টেলিভিশনে সম্প্রচার সম্ভব না। এজন্য আমরা একাধিক রেকর্ড নিতে চাচ্ছি। যার রেকর্ড উপযুক্ত হবে সেটি টেলিভিশনে সম্প্রচার হবে বলে তিনি জানান।

এক্ষেত্রে কোন বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানতে চাইলে প্রবীর কুমার বলেন, ‘মূলত যাদের ক্লাস অধিক ভালো হবে, যাদের মাল্টিমিডিয়ায় ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে ও টিভি ক্যামেরার সামনে ক্লাস নেওয়ার অভিজ্ঞতাসম্পন্ন, রেকর্ডিংয়ের সময় যাদের ভোকাল সবচেয়ে বেশি স্পষ্ট হবে সেসব শিক্ষকদের ক্লাস সম্প্রচার করা হবে। তাই একাধিক রেকর্ডিং করে যাচাই বাছাই শেষে সম্প্রচারের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করবো।’

এ কার্যক্রম কতদিন পর্যন্ত চলতে পারে জানতে চাইলে মাউশির মহাপরিচালক ড.সৈয়দ গোলাম ফারুক রাইজিংবিডিকে বলেন, ‘আমাদের কার্যক্রম ৯ এপ্রিল স্কুল বন্ধ থাকাকালীন সময়ে চালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। এখন পর্যাপ্ত শিক্ষকেরও ঘাটতি আছে। কোনো কারণে ছুটি আরো বর্ধিত হলে আমাদের কার্যক্রম সম্প্রসারিত হতে পারে।’

এক্ষত্রে শুধু রাজধানী নয়, বাইরের শিক্ষকদেরও রেকর্ডিং নেওয়া হতে পারে বলে জানান তিনি।

 

ঢাকা/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়