ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পেছাতে পারে এসএসসির ফল প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পেছাতে পারে এসএসসির ফল প্রকাশ

কারোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে গণপরিবহন বন্ধ রয়েছে। এতে পরীক্ষকদের কাছ থেকে পরীক্ষার উত্তরপত্র বোর্ডগুলোতে আসছে না।  এ অবস্থায় চলতি বছরের মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষার ফলাফল নির্দিষ্ট সময়ে প্রকাশের ক্ষেত্রে সংশয় সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘গণপরিবহন বন্ধ থাকায় প্রধান পরীক্ষকরা খাতা নিয়ে বোর্ডে আসতে পারছেন না। যদি আগামী সপ্তাহে অফিস ও গণপরিবহন খুলে যায়, তাহলে আমরা যথাসময়েই এসএসসির ফল দিতে পারবো। কিন্তু সাধারণ ছুটি ও গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত দীর্ঘায়িত হয়, তাহলে নির্দিষ্ট সময়ে ফল প্রকাশ করা যাবে না।’

শিক্ষা বোর্ড সূত্র জানায়, আগামী ৭ থেকে ৯ মের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানোর চিন্তা-ভাবনা ছিল বোর্ডের। সেক্ষেত্রে আগামী ৪ এপ্রিল বা আরও এক সপ্তাহ পরে দেশের সব স্থানে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হলে উল্লেখিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে। অন্যথায় ফল প্রকাশ পেছাতে পারে। কারণ এসব ফলাফল পরীক্ষকদের কাছ থেকে সংগ্রহ করার পর শর্টিং, ফলাফল তৈরি ও অন্যান্য কাজে অন্তত ২০ থেকে ২৫ দিন সময় লাগে। আর ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয় সাধারণত ফলাফল প্রস্তুত রেখেই। সেক্ষেত্রেও রিজার্ভ সপ্তাহখানেক সময় লাগে।

এদিকে, এসএসসি পরীক্ষা ফল প্রকাশে দেরি হলে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমও পিছিয়ে যেতে পারে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বোর্ড চেয়ারম্যান বলেন, ‘আগামী ১০ মে থেকে ৩০ জুন পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত রয়েছে। এসএসসি পরীক্ষার ফল প্রকাশে কিছুদিন বিলম্ব হলেও কলেজ ভর্তি কার্যক্রম পেছানো হবে না। তবে ভর্তি কার্যক্রম পরিচালনায় কিছুটা সময় কমিয়ে আনা হতে পারে।’


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়