ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শিক্ষার্থীদের জন্য ঢাবির ইসলামের ইতিহাস বিভাগের ফান্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ১৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষার্থীদের জন্য ঢাবির ইসলামের ইতিহাস বিভাগের ফান্ড

করোনাভাইরাসের সংক্রমণের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের সহযোগিতার জন্য তহবিল গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

বুধবার (১৫ এপ্রিল) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো আতাউর রহমান মিয়াজী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য প্রাথমিকভাবে বিভাগ ও শিক্ষকদের অনুদানে ‘DUIHC Corona Support Fund’ নামে একটি তহবিল গঠন করা হয়েছে। অসচ্ছল শিক্ষার্থীদের,  নাম, রোল, সেমিস্টার, বাবার নাম ও ফোন নম্বর (বিকাশ হলে ভালো হয়), পরিবারের সদস্য সংখ্যা ও জেলা উল্লেখসহ ক্ষুদে বার্তা অথবা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধু এখন নয়, আগেও আমরা আমাদের শিক্ষার্থীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।

শিক্ষার্থীদের বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা সুরাইয়া আক্তার (মোবাইল নম্বর-01715372944), ড. মো সাইফুল্লাহ (01716324661) এবং বিভাগের সহযোগী অধ্যাপক ও সোসাইটি ইনচার্জ মাহমুদুর রহমানের (01717093789) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।


ঢাকা/ইয়ামিন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়