RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ৩০ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৬ ১৪২৭ ||  ১২ রবিউস সানি ১৪৪২

যে প্রক্রিয়ায় সম্পন্ন হবে এমপিওভুক্তির আবেদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যে প্রক্রিয়ায় সম্পন্ন হবে এমপিওভুক্তির আবেদন

দীর্ঘ প্রতিক্ষার পর এমপিওভুক্ত প্রতিষ্ঠানের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামীকাল শনিবার (২ মে) থেকে শুরু হতে যাচ্ছে প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের এমপিও কোড প্রদানের আবেদন।

যে প্রক্রিয়ায় হবে পুরো কার্যক্রম : এমপিও পাওয়ার যোগ্য নতুন শিক্ষক-কর্মচারী প্রথমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সিস্টেমে www.emis.gov.bd রেজিস্ট্রেশন করবেন।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ ইএমআইএস সফটওয়্যারে লগ-ইন করে নতুন রেজিস্ট্রেশনকৃত শিক্ষক-কর্মচারীর অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। প্রতিষ্ঠান প্রধানগণ ৪ মে এর মধ্যে অনলাইনে স্বয়ংসম্পূর্ণ এমপিও আবেদন সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ ৬ মে এর মধ্যে সেগুলো নিষ্পত্তি করবেন।

জেলা শিক্ষা কর্মকর্তাগণ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত আবেদনসমূহ ৮ মে এর মধ্যে নিষ্পত্তি করবেন।

আঞ্চলিক উপপরিচালকগণ (মাধ্যমিক) জেলা শিক্ষা কর্মকর্তাগণের কাছ থেকে প্রাপ্ত আবেদনসমূহ ১৩ মে এর মধ্যে নিষ্পত্তি করে অনুমোদনকৃত আবেদনসমূহ ই এম আই এস সেলে পাঠাবেন। সহায়তার জন্য www.emis.gov.bd ওয়েবসাইটে  নির্দেশিকা দেখা যেতে পারে।


ঢাকা/ইয়ামিন/ইভা  

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়