ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টিউশন ফি মওকুফের আবেদন নাকচ ঢাকার দিল্লি পাবলিক স্কুলের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ৫ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টিউশন ফি মওকুফের আবেদন নাকচ ঢাকার দিল্লি পাবলিক স্কুলের

করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের ৫০ শতাংশ টিউশন ফি মওকুফে অভিভাকদের যৌক্তিক দাবি নাকচ করে দিয়েছে ঢাকার দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস এসটিএস) কর্তৃপক্ষ। বরং ১০ কিস্তিতে এ অর্থ পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন অভিভাবকরা।

জানতে চাইলে ডিপিএস এসটিএস স্কুলের অভিভাবক ফোরামের সভাপতি ব্যারিস্টার ওমর ফারুক বলেন, করোনা পরিস্থিতির কারণে সকল কিছু বন্ধ হয়ে গেছে। বর্তমানে অনেকে পরিবারের খাদ্য যোগাতে হিমশিম খাচ্ছেন। গত এক মাসের অধিক সময় ধরে ডিপিএস এসটিএস ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের ৫০ শতাংশ টিউশন ফি মওকুফের দাবি জানানো হয়েছে। এছাড়া দেশের সকল ইংলিশ মিডিয়াম স্কুলের ৫০ শতাংশ ফি মওকুফে প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে।

জানতে চাইলে ডিপিএস এসটিএস স্কুলের অধ্যক্ষ হর্ষ ওয়াল বলেন, স্কুলটির পক্ষ থেকে বকেয়া টিউশন ফি সংক্রান্ত বিষয়ে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চলমান সাধারণ ছুটি শেষ হওয়ার পর দুই সপ্তাহের মধ্যে অভিভাবকরা বকেয়া টিউশন ফি পরিশোধ করতে পারবেন। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কোনো টিউশন ফি বাড়ানো হবে না। বার্ষিক টিউশন ফি পরিশোধের ক্ষেত্রে ৪টি কিস্তি বাড়িয়ে ১০টি কিস্তি করা হয়েছে।


ঢাকা/ইয়ামিন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়