ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সংকট নিরসনে প্রাথমিকে প্যানেলভুক্ত নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ৬ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংকট নিরসনে প্রাথমিকে প্যানেলভুক্ত নিয়োগের দাবি

করোনা সংকটে প্রাথমিক শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে প্যানেল গঠন করে শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ তে লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীরা এ দাবি জানিয়েছেন।

বুধবার (০৬ মে) প্যানেল প্রত্যাশী কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস সংকট উত্তরণে প্রাথমিক শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে চরাঞ্চল, হাওর ও দুর্গম অঞ্চলসহ সারা বাংলাদেশের সবশিশুর ভবিষ্যৎ বিবেচনা করে শিক্ষক সংকট নিরসনে প্যানেল গঠন করে শিক্ষক নিয়োগ আজ সময়ের দাবি।  মুজিববর্ষে প্যানেল গঠনের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়াই হবে বেকারত্ব মুক্তির প্রথম প্রয়াস।

এতে আরও বলা হয়েছে, সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে জনবল বাছাই করতে গিয়ে ২ থেকে ৩ বছর পার করে দেয়।  এতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকটের সমস্যা থেকেই যায়। তাছাড়া রয়েছে ৬ মাসের মাতৃত্বজনিত ছুটি,  ‍দুর্গম অঞ্চল ছেড়ে শিক্ষকদের শহরমুখী বদলির প্রবণতা, পিটিআই, ডিপিএডসহ প্রশিক্ষণ এবং বিদ্যালয়ের প্রয়োজনীয় অফিসের কাজে প্রধান শিক্ষককে উপজেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি সংকটের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এমন অবস্থায় প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীদের সমন্বয়ে প্যানেলভুক্ত করে নিয়োগ দিয়ে শিক্ষক সংকট লাঘব হবে।

 

ঢাকা/ইয়ামিন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়