ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুর্যোগ কাটিয়ে উঠতে ধৈর্য ধরার আহ্বান ঢাবি উপাচার্যের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ২৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দুর্যোগ কাটিয়ে উঠতে ধৈর্য ধরার আহ্বান ঢাবি উপাচার্যের

করোনাভাইরাসের এ দুর্যোগ কাটিয়ে উঠতে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সোমবার (২৫ মে) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় এ আহ্বান জানান তিনি।

ঈদ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য।

উপাচার্য বলেন, ‘ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে সৌহার্দ্য, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। সব ভেদাভেদ ভুলে সবাই এই দিনে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। ঈদ সবার মাঝে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।’

তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া, যারা কোভিড-১৯ সহ অন্যান্য রোগে আক্রান্ত আছেন তাদের সুস্থতা ও আরোগ্য কামনা করেন।


ঢাকা/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়