ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ভাইয়াকে ছাড়া প্রথম ঈদ’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ২৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘ভাইয়াকে ছাড়া প্রথম ঈদ’

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রায় বছর ঘনিয়েছে। কিন্তু নানাভাবেই ঘুরেফিরে আসে আবরারের নৃশংস হত্যাকাণ্ডের স্মৃতি।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোববার (২৪ মে) রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন তার ছোট ভাই আবরার ফায়াজ।

তার স্ট্যাটাসটি রাইজিংবিডি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘সাধারণত প্রতিবছর ঈদের আগের দিন আমরা দুই জন গ্রামের বাড়িতে চলে যেতাম। আব্বু আম্মু ঈদের দিন সকালে যেত। অক্টোবরের পর ভেবেছিলাম আমাদের ঈদ আর কোনোদিন আগের মতো হবে না। আম্মু বারবার বলে আর কোনোদিন দুই জন একসাথে ঈদের নামাজ পড়তে যাবে না। কিন্তু এবার শুধু আমাদেরই না কারোরই ঈদ আর আগের মতো হচ্ছে না।

আবরার ফাহাদ

প্রথম ভাইয়াকে ছাড়া ঈদ হবে এবার। আমরা আর গ্রামেও যাইনি এবার ঈদের আগের দিন। কিন্তু ভাইয়া অনেক আগে থেকেই গ্রামে আছে।’

প্রসঙ্গত, আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গত ৭ অক্টোবর ২০১৯ ইসলামী ছাত্র শিবিরের সাথে তার জড়িত থাকা নিয়ে সন্দেহ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে পিটিয়ে হত্যা করে।

 

ইয়ামিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়