ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৫৮২ জনকে এমপিওভুক্তি, ৩৪ জনকে বিএড স্কেলের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৭, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৫৮২ জনকে এমপিওভুক্তি, ৩৪ জনকে বিএড স্কেলের সিদ্ধান্ত

বেসরকারি স্কুল-কলেজের ৫৮২ জন শিক্ষক ও কর্মচারীকে এমপিওভুক্ত ও ৩৪ শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত এমপিও কমিটির বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. গোলাম ফারুকের সভাপতিত্বে সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রতিনিধি, শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা ও আঞ্চলিক উপপরিচালকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন।বৈঠক সূত্রে জানা যায়, নতুন এমপিওভুক্ত হওয়া ৫৮২ জনের মধ্যে স্কুলের ৪১৯ জন ও কলেজের ১৬৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। সভায় ৩৪ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি মাস থেকে এদের আর্থিক সুবিধা প্রদান করা হবে।

সভায় এমপিও'র আওতাভুক্ত শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, বিএড স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।


ইয়ামিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়