ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিদেশি কেন্দ্রে পাসের হার ৯৪.৬৩ শতাংশ, ফেল ১৮

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিদেশি কেন্দ্রে পাসের হার ৯৪.৬৩ শতাংশ, ফেল ১৮

ফাইল ফটো

এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলোতে ৩৩৬ জন অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৩১৮ জন পাস করেছে। ফেল করেছে ১৮ জন।

প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫টি। শতভাগ পাস করেছে ৪টিতে। একটি প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

বিদেশে মোট নয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পাসের শতকরা হার ৯৪.৬৪ শতাংশ।

রোববার (৩১ মে) বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

ফলাফলে তিন হাজার ২৩ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অর্থাৎ শতভাগ পাস করেছে। গতবার এ সংখ্যা ছিল দুই হাজার ৫৮৩ টি। এবার বেড়েছে ৪৪০টি। একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১০৭টি। এবছর তা কমে হয়েছে ১০৪ টি।

এবার এসএসসিসে গড় পাসের হার ৮২.৮৭ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ।


ইয়ামিন/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়