ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যশোর বোর্ডে পাসের হার কমেছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যশোর বোর্ডে পাসের হার কমেছে

যশোর বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় গত বছরের ‍তুলনায় পাসের হার কমেছে।

চলতি বছর যশোর শিক্ষা বোর্ড ৮৭ দশমিক ৩১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন।

রোববার (৩১ মে) শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে। কিন্তু জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

তিনি  জানান, এ বছর এক লাখ ৬০ হাজার ৬৩৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে এক লাখ ৪০ হাজার ২৪৩ জন। ২০ হাজার ৩৯২ জন ফেল করেছে।   পাস করা শিক্ষার্থীদের মধ্যে  ৬৮ হাজার ৯১৯ জন ছাত্র ও ৭১ হাজার ৩২৪ জন ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন। তার মধ্যে ৬ হাজার ৯৫৬ জন ছাত্র ও ৬ হাজার ৮০৮ জন ছাত্রী।

গত বছর(২০১৯) পাসের হার ছিল ৯০.৮৮ শতাংশ। জিপিএ-৫  পেয়েছিল ৯ হাজার ৯৪৮ জন।

তিনি আরও জানান, খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে পাসের হার খুলনায় ৯২ দশমিক ৬৬ শতাংশ, বাগেরহাটে ৯০ দশমিক ৬৬ শতাংশ, সাতক্ষীরায় ৯৪ দশমিক শুন্য ৩ শতাংশ, কুষ্টিয়ায় ৮০ শতাংশ, চুয়াডাঙ্গায় ৮৬ দশমিক ৯৯ শতাংশ, মেহেরপুরে ৭৮ দশমিক ৩০ শতাংশ, যশোরে ৯০ দশমিক শুন্য ৪ শতাংশ, নড়াইলে ৮৩ দশমিক ৯৫ শতাংশ, ঝিনাইদহে ৮৩ দশমিক ৭৪ শতাংশ ও মাগুরায় ৮২ দশমিক ৩৪ শতাংশ।


যশোর/রিটন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়