ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কুমিল্লা বোর্ডে পাশের হার ৮৫ দশমিক ২২

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুমিল্লা বোর্ডে পাশের হার ৮৫ দশমিক ২২

দেশের সবকটি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল আজ একযোগে প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৮৫ দশমিক ২২। গতবছর যা ছিলো ৮৭.১৬ শতাংশ।

রোববার (৩১ মে) বিষয়টি জানিয়েছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম।

তিনি জানান, এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ ৬টি জেলার ২৬৪টি কেন্দ্রে ১ লাখ ৫৯ হাজার ৪২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৫ শত ৬০ জন। পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২ শত ৪৫ জন। গত বছরের তুলনায় ১ হাজার ৪ শত ৮১ জন শিক্ষার্থী এবছর জিপিএ-৫ বেশি পেয়েছে।

এবছর ছেলেদের তুলনায় মেয়েরা জিপিএ-৫ পেয়েছে বেশি। মেয়েদের মধ্যে ৫ হাজার ৩ শত ৩০ জন এবং ছেলেদের মধ্যে ৪ হাজার ৯ শত ১৫ জন জিপিএ-৫ পেয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় ১ হাজার ৭৩২টি বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাশ করেছে ১৬২টি শিক্ষা প্রতিষ্ঠান।

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে এবছর কোন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হচ্ছে না বলেও জানান শিক্ষাবোর্ডের চেয়ারম্যান।


ইমরুল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়