ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা সংকটেও এসএসসির ফল প্রকাশ হওয়ায় খুশি সবাই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা সংকটেও এসএসসির ফল প্রকাশ হওয়ায় খুশি সবাই

করোনা সংকটের মধ্যেও আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। কিছুটা বিলম্বে হলেও ফল প্রকাশে খুশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

অভিভাবকরা বলছেন, করোনার কারণে সবকিছু বন্ধ থাকলেও সরকার এসএসসির ফল প্রকাশ করতে পেরেছে। এটা প্রশংসনীয়।

মামুন আব্দুর রব নামের এক অভিভাবক বলেন, ‘অবশ্যই এটা ভালো কাজ। সরকার মোটামুটি কাছাকাছি সময়ে পরীক্ষার ফল প্রকাশ করতে পেরেছে।’

হাসিবুর রহমান শান্ত নামের এক শিক্ষার্থীর বাবা মাহমুদুর রহমান বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় এ সময়ে ফল প্রকাশ প্রশংসনীয়।’

আলী হায়দার নামের এক শিক্ষার্থী বলে, ‘ভেবেছিলাম, এইচএসসি পরীক্ষার মতো হয়তো আমাদের এসএসসির ফলও আটকে যাবে হয়তো। তবে অনেকটা সময়মতো রেজাল্ট পেয়েছি।’

এসএসসির ফল প্রকাশ করতে ঝুঁকি নিয়ে কাজ করায় শিক্ষা বোর্ড, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

করোনাভাইরাসের কারণে গণপরিবহন বন্ধ থাকায় ডাক বিভাগের বিশেষ সহযোগিতা নিয়ে এবারের এসএসসি ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি জানান, গণপরিবহন বন্ধ থাকায় পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পরিবহনের জন্য ডাক বিভাগের সহযোগিতা নেওয়া হয়। প্রধান পরীক্ষকের নিরীক্ষিত ওএমআর শিটগুলো বাংলাদেশ ডাক বিভাগ বিভিন্ন শিক্ষা বোর্ডে পৌঁছে দিয়েছে। এর ফলে স্বল্প সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হয়েছে।

৩ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয়েছিল ৮ মার্চ।


ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়