Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৭ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১২ ১৪২৮ ||  ১৫ জিলহজ ১৪৪২

পাসের আনন্দে ভাসছেন দৃষ্টি প্রতিবন্ধী আমিনুল

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাসের আনন্দে ভাসছেন দৃষ্টি প্রতিবন্ধী আমিনুল

এবারের এসএসসির ফলাফলে পাসের আনন্দে ভাসছেন হবিগঞ্জের দৃষ্টি প্রতিবন্ধী আমিনুল ইসলাম।

আমিনুল এবার হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরের গংগানগর হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।  ফল প্রকাশ হলে দেখা যায় তিনি ৩.৫৬ পেয়ে পাস করেছেন।

পরীক্ষায় কৃতকার্য হয়েছেন শুনে আমিনুল খুশিতে আত্মহারা।  আমিনুল লস্করপুর গ্রামের কৃষক নূরুল ইসলামের ছেলে।  দরিদ্র বাবার অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা তাদের।  তার মধ্যেই এসএসসিতে কৃতকার্য হওয়ায় পরিবারও খুশি।

আমিনুল পাশ করায় স্কুলের শিক্ষকরা আনন্দিত।  এলাকাবাসীও আমিনুলের জন্য শুভ কামনা করেন।  আমিনুলের সাফল্যে তাকে অভিনন্দন জানালো স্থানীয় ক্লাব লস্করপুর আর্দশ ও একতা যুব সংঘ।   এ ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাহির শাকিল বলেন, ‘বিত্তবানরা এগিয়ে আসলে সে (আমিনুল) সুশিক্ষা গ্রহণ করে বহুদূর এগিয়ে যাবে। ’

আমিনুল জানায়, তার চোখের দৃষ্টি নেই।  কিন্তু মনের দৃষ্টি প্রবল।  সে এগিয়ে যেতে চায়।  তার পরিবার অর্থনৈতিকভাবে দুর্বল।  তাতে সে থেমে থাকতে চায় না।  কলেজে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে চায়।  লেখাপড়া শেষ করে আদর্শ শিক্ষক হতে সবার দোয়া চেয়েছে আমিনুল। 

 

মামুন/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়