ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নোট-গাইড নিষিদ্ধ রেখে শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নোট-গাইড নিষিদ্ধ রেখে শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত

কোচিং সেন্টার চালানোর অনুমতি থাকলেও নোট-গাইড নিষিদ্ধ রেখে শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে এ খসড়া পাঠানো হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

দীর্ঘ ১০ বছর পর শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। তবে এর ধারায় তেমন পরিবর্তন আনা হয়নি।

কোচিং সেন্টার পরিচালনা সংক্রান্ত ধারায় বলা হয়েছে, সন্ধ্যার পর কোচিং সেন্টার চালানো যাবে। শিক্ষার্থীদের প্রাইভেট টিউশনের মাধ্যমে পাঠদানের জন্য কোচিং সেন্টার পরিচালনা করা বা কোচিং সেন্টারে শিক্ষকতা করা নিষিদ্ধ গণ্য হবে না। তবে শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে সন্ধ্যার আগ পর্যন্ত কোচিং সেন্টার চালানো যাবে না। কেউ তা করলে ওই কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল হবে। কোচিং সেন্টারে কোনো শিক্ষক তার নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে পাঠদান করাতে পারবেন না।

খসড়ায় আরো বলা হয়েছে, আইনে ড্রেস কোডের উল্লেখ থাকবে না। তবে পরে নীতিমালা বা পরিপত্রে ড্রেস কোড নির্ধারণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেছেন, ‘খসড়ায় তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। আইনে না থাকলেও হয়, এমন দুটি বিষয় বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি শিক্ষার্থীদের ড্রেস কোড। খসড়া অনুযায়ী নোট-গাইড নিষিদ্ধ রাখার ধারাটি আগের মতোই আছে।’

 

 

ঢাকা/ইয়ামিন/রফিক 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়