ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অভিজ্ঞতা সনদ যাচাই করে দরপত্র চূড়ান্তের দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অভিজ্ঞতা সনদ যাচাই করে দরপত্র চূড়ান্তের দাবি

ফাইল ফটো

অভিজ্ঞতা সনদ যাচাইয়ের মাধ্যমে পাঠ্যপুস্তক তৈরি কাজের দরপত্র চূড়ান্ত করার দাবি জানানো হয়েছে।

রোববার (জুলাই) পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতি’র পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিকের বাংলা, ইংরেজি ভার্সন, ইবতেদায়ি, দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরির ২১০ লটের দরপত্রে কোনো প্রতিষ্ঠান ৫০টি লটেও সর্বনিম্ন দরদাতা হিসাবে বিবেচিত হয়েছে।  যদি যোগ্যতা থাকে তবে সে প্রতিষ্ঠানকে অবশ্যই কার্যাদেশ দেওয়া যেতে পারে।

তবে দরপত্রে প্রতি লটে এক কোটি টাকার কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।  সেটি অর্জন হয়েছে কিনা তা যাচাই করতে বলা হয়েছে।  যেহেতু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ছাড়া এতো বড় কাজ অন্য প্রতিষ্ঠান করে না, তাই এর বাইরের প্রতিষ্ঠানের কাজকে অভিজ্ঞতা হিসাবে গণ্য করা হলে তিনটি বিষয়ে যাচাই-বাছাই করতে আহ্বান জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের অভিজ্ঞতার সনদে বার্ষিক হিসাব আয়কর রির্টান দেখে যাচাই করে কম হলে তা ভুয়া হলে বাতিল করা, নোট ও গাইড বই মুদ্রণকারীদের অভিজ্ঞতা এনসিটিবি’র পাঠ্যপুস্তক ছাপার যোগ্যতা হিসাবে গ্রহণ না করা এবং প্রাথমিকস্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ দরপত্রে সর্বনিন্ম দরদাতাদের মাধ্যমিক কাজের সঙ্গে যোগ করা হয়েছে কিনা তা যাচাই করার দাবি জানানো হয়েছে।

প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এসব বিষয় মূল্যায়ন করার অনুরোধ জানানো হয়েছে।


ইয়ামিন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়