ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নাজিমুদ্দিন কলেজ এখন ‘মাদারীপুর সরকারি কলেজ’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ২২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নাজিমুদ্দিন কলেজ এখন ‘মাদারীপুর সরকারি কলেজ’

দীর্ঘ ৭২ বছর পর মাদারীপুরের  ‘সরকারি নাজিমউদ্দিন কলেজে’র নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম রাখা হয়েছে ‘মাদারীপুর সরকারি কলেজ’।  মঙ্গলবার (২১ জুলাই)  এই নাম পরিবর্তন করা হয়। 

বুধবার (২২ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আমরা নাম পরিবর্তন করেছি।  নাম পরিবর্তনের বিষয়ে কলেজের অধ্যক্ষকে চিঠি দিয়ে জানানোও হয়েছে।

উল্লেখ‌্য, খাজা নাজিমউদ্দিনের নামে ১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর ‘নাজিমউদ্দিন কলেজ’ প্রতিষ্ঠিত হয়।   এরপর ১৯৭৯ সালের ৭ মে সরকারি হয়।  

ইয়ামিন/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়