ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাবিতে লৌডস্টারের ইংলিশ স্পিকিং কর্মশালা

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৩, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবিতে লৌডস্টারের ইংলিশ স্পিকিং কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইংলিশ স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন এবং প্রযুক্তি বিষয়ক এক কর্মশালার আয়োজন করেছে লৌডস্টার ইনস্টিটিউট।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের সিরাজুল ইসলাম লেকচার হলে ‘ওয়ার্কশপ অন মাস্টারিং ইংলিশ স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস অ্যান্ড টেক টক ফর ক্যারিয়ার এডভান্সমেন্ট’শীর্ষক এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন।

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, হ্যালো টীন সোসাইটি এবং জার্নাল অব ইএলটি অ্যান্ড এডুকেশন এর সাথে যৌথভাবে লৌডস্টার ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে। 

লৌডস্টার ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক এই কর্মাশালার মূল প্রতিপাদ্য ছিলো ‘এডুকেইট-এম্পাওয়ার-এনলাইটেন’অর্থাৎ ‘প্রশিক্ষণ-ক্ষমতায়ন-আলোকিতকরণ’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সিইও মো. মনির হোসেন, হ্যালো টীন সোসাইটির প্রেসিডেন্ট আসাদ খান, আরপিএটিসি ঢাকার ডেপুটি ডিরেক্টর মাসুদ আলম এবং লৌডস্টার ইনস্টিটিউটের আইইএলটিএস ইন্সট্রাক্টর তানজিলা মেহনাজসহ অনেকেই।

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৯/ইয়ামিন/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়