ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাত কলেজের ব্যবস্থাপনা বিভাগে ফেল ৪২.৯৭ শতাংশ

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাত কলেজের ব্যবস্থাপনা বিভাগে ফেল ৪২.৯৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: অধিভুক্ত সাত কলেজের ২০১৮ সালের বিবিএ (অনার্স) চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে।

প্রকাশিত ফলাফলে ব্যবস্থাপনা বিষয়ে ৫৭ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ফেল করেছে ৪২ দশমিক ৯৭ শতাংশ।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

তথ্যমতে, বিভাগটিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ শ ১৩ জন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ১২ শ ১০ জন। এদের মধ্যে পাশ করেছেন ৬ শ ৯০ জন শিক্ষার্থী। তিনজন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

আগামী ২০ আগস্ট পর্যন্ত ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।


রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৯/ইয়ামিন/হাকিম মাহি 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়