ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

শিক্ষার্থীদের অর্থায়নে বিএল কলেজে বাস উদ্বোধন

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষার্থীদের অর্থায়নে বিএল কলেজে বাস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার দৌলতপুর সরকারি বিএল কলেজের শিক্ষার্থীদের অর্থায়নে প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে নতুন দুটি বাস কেনা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে দুটি বাস এবং ক্যাম্পাসে নতুন গ্যারেজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

অনুষ্ঠানে তিনি বলেন, সরকার শিক্ষাকে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন করে যাচ্ছে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থীসহ শিক্ষার সাথে জড়িত সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। সবকিছু সরকারের একার পক্ষে সম্ভব নয়।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানে আরো আন্তরিক হতে হবে। মেধাবী শিক্ষার্থীরা দেশকে আরো সামনে এগিয়ে নেবে।

বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপাধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. হাফিজুর রহমান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রাকিব মোড়ল এবং সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি।


রাইজিংবিডি/খুলনা/১২ সেপ্টেম্বর ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়