ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আবরার হত্যা: চবি শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি

বিশ্ববিদ‌্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৫, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবরার হত্যা: চবি শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করে ৫ দফা দাবি তুলে ধরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার চট্টগ্রামের ষোলশহর স্টেশন চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম কলেজ, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, মহসিন কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

তাদের পাঁচদফা দাবি হল-

১. সকল অপরাধীকে শনাক্ত করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

২. অপরাধীদের বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে।

৩. গতবছরের অক্টোবরের ঘটনাসহ পূর্বের সকল ঘটনার তদন্ত করতে হবে।

৪. ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

৫. আবরার হত্যার ও তার পরিবারের সমস্ত ব্যয় বুয়েটের প্রশাসনকে বহন করতে হবে।

এ সময় বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের পরিবর্তে উল্টো মেধাবী আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ের ভিসি এর ৩০ ঘণ্টা পরে ক্যাম্পাসে এসেছেন। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু বিচার হোক।

বক্তারা আরও বলেন, আমরা দেখেছি কলেজ, মাদ্রাসা কিংবা বিশ্ববিদ্যালয়সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের হাতে নিরাপদ না। ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যাসহ রাবির শিক্ষার্থীকে হাতুড়ি পেটা করা এর বড় উদাহরণ। কাজেই সকল ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিসহ আমাদের ৫ দফা দাবি আদায় না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আমির হোসেন জুয়েল, কামরুন্নাহার, নিজাম উদ্দিন, নুসরাত লুভাসহ অনেকে।


চবি/মাহবুব/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়