ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ১৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সন্মান) ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিন ও ভর্তি পরীক্ষা কোর কমিটির সদস্য অধ্যাপক ড. মুহসীন উদ্দীন স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়। ভর্তি পরীক্ষার তারিখ পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

অধ্যাপক ড. মুহসীন উদ্দীন জানান, ভর্তি পরীক্ষা নিতে হলে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষমতাধর ব্যক্তি দরকার। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয় যারা পরিচালনা করেন, তাদের পদ ফাঁকা। যে কারণে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি আরিফ হোসেন ভর্তি পরীক্ষা সম্পর্কিত বৈঠক শেষে জানান, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, ট্রেজারার না থাকায় ১৮ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু করা যাচ্ছে না।


বরিশাল/জে. খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়