ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইবির পরিবহনপুলে নতুন ২ বাস

বিশ্ববিদ‌্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইবির পরিবহনপুলে নতুন ২ বাস

শিক্ষার্থীদের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহনপুলে নতুন দুটি বাস যুক্ত হয়েছে। শনিবার দুপুর ১২টায় প্রশাসন ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বাস দুটির উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতির প্রধান কারণ পরিবহনখাত। পরিবহনখাতকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে শিক্ষার্থীদের জন্য ক্রয়কৃত এই বাস দুটি ইতিবাচক ভূমিকা রাখবে।

পরিবহন অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় পরিবহন অফিসকে আরো স্বনির্ভর করতে মেগাপ্রকল্প থেকে ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেখান থেকে শিক্ষার্থীদের জন্য ৭৯ লাখ টাকা করে দুটি বাস ক্রয় করা হয়েছে। ৫২ আসন বিশিষ্ট বাস দুটি কুষ্টিয়া সড়কে ও ঝিনাইদহ সড়কে নিয়মিত যাতায়াত করবে।


ইসলামী বিশ্ববিদ‌্যালয়/মুনজুরুল ইসলাম নাহিদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়