ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যোগদানের পরের দিনই হল পরিদর্শনে উপাচার্য

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যোগদানের পরের দিনই হল পরিদর্শনে উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র-ছাত্রীদের আবাসিক হলগুলো পরিদর্শন করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে এ পরিদর্শন কার্যক্রম চালিয়েছেন তিনি।

হল পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের নানা সমস্যা ও সংকটের ব্যাপারে অবগত হন। সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপের আশ্বাসও দেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অজস্র সমস্যা আমার চোখে পড়েছে। সেগুলোর গুরুত্ব অনুযায়ী পর্যায়ক্রমে সবগুলোর সমাধান করা হবে। তবে প্রথমেই বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসন এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার উন্নতি সাধনে কাজ শুরু করবো।’ 

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ভর্তি পরীক্ষার ব্যাপারে তিনি বলেন, ‘ডিসেম্বরের শেষ সপ্তাহ ছাড়া আমরা আর স্লট ফাঁকা পাইনি। আজ (বৃহস্পতিবার) যদি তারিখ নির্ধারণ না করতে পারতাম, তবে এবছর কোনোভাবেই প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আমরা অনুষ্ঠিত করতে পারতাম না।’


ববি/আজম খান/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়