ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৫, ৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু

‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা হয়। বিকাল ৩টায় শুরু হবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এছাড়া শনিবার সকাল ১০টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রী শাখায় পরীক্ষার হল পরিদর্শন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ড. এমরান কবির চৌধুরী।

চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে এক হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬৮ হাজার ৭৭ জন শিক্ষার্থী। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে ৬৫জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ১৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 

কুমিল্লা/জাহাঙ্গীর আলম ইমরুল/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়