ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. লোকমান হোসাইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় এই অনুষদের ২৪০ আসনে মোট ১ হাজার ৮শত ৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪৬৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২৪০ জনকে মেধাতালিকায় ও বাকি ২২৪ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। ২০ নম্বরের লিখিত পরীক্ষায় পাশের উপর ভিত্তি করে এ মেধাতালিকা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট () থেকে ফল জানা যাবে।

ফল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর ধর্মতত্ত্ব অনুষদের ডীন অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, আল হাদীস বিভাগের অধ্যাপক ড. আশরাফুল আলম।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩টি বিভাগের মোট ২৪০টি আসনের বিপরীতে মোট ২ হাজার ২৩২ জন ভর্তিচ্ছু আবেদন করেছিল।


ইবি/মুনজুরুল ইসলাম নাহিদ/হাকিম মাহি 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়