ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কুবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ১ম বর্ষে ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশ করা হয়। একই সঙ্গে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের তারিখও ঘোষণা করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে 'এ' ইউনিটের পরীক্ষায় ৪ হাজার ১১৫ জন পাস করেন। পাসের হার ২৪ শতাংশ। 'বি' ইউনিটে পাস করে ৩ হাজার ১১৮ জন। পাসের হার ১৫.৮১ শতাংশ। এদিকে 'সি' ইউনিটে ৯৭৩ জন পাস করে। পাসের হার ১১ শতাংশ।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামী ২৪ ও ২৫ অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি চলবে ২৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত । ভর্তি ফলাফল ও সাক্ষাৎকারের সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে () পাওয়া যাবে।


কুবি/দেলোয়ার হোসেন/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়