ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যৌন হয়রানির অভিযোগ প্রত্যাখ্যান করলেন হুমায়ুন কবির

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যৌন হয়রানির অভিযোগ প্রত্যাখ্যান করলেন হুমায়ুন কবির

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক বিদেশি ছাত্রীর আনা যৌন হয়রানির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক হুমায়ুন কবির।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫ম তলায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হুমায়ুন কবির বলেন, ‘‘সাবেক ভিসি খোন্দকার নাসির উদ্দিনের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করে সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছি। এ কারণে সাবেক ভিসিপন্থি কিছু শিক্ষক ষড়যন্ত্র করে নেপালি ওই শিক্ষার্থীকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। এ কারণে আমি নিরাপত্তাহীনতায় ভূগছি।’’

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দেবে। এছাড়া থানায় মানহানির মামলা করা হবে।

এ সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বুধবার এক নেপালি শিক্ষার্থী সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক হুমায়ুন কবিরের বিরুদ্ধে রেজিস্ট্রারের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ দিয়েছেন। এতে তিনি নিজের নিরাপত্তাহীনতার কথাও জানিয়েছেন।


গোপালগঞ্জ/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়