ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিনস অ্যাওয়ার্ড পেল রাবির ১৩ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিনস অ্যাওয়ার্ড পেল রাবির ১৩ শিক্ষার্থী

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদভুক্ত ২০১৮ সালের বিএ/বিপিএ পরীক্ষার্থীদের মধ্যে ১৩ জনকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। এতে সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক।

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন-দর্শন বিভাগের শিক্ষার্থী শামীমা তাসনিম, কনিকা রানী সরকার, ইতিহাস বিভাগের সমাপ্তী আক্তার, ইংরেজি বিভাগের শারমিন আক্তার, বাংলা বিভাগের ববিতা খাতুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আল মামুন, আরবি বিভাগের হাশমতুল্লাহ, ইসলামিক স্টাডিজ বিভাগের আল আমিন, সংগীত বিভাগের রুম্মান আরা হোসেন দৃষ্টি, নাট্যকলা বিভাগের রাসেল রানা, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের রওনক জাহান স্বর্ণা, সংস্কৃত বিভাগের মুশফিকা রহমান, উর্দু বিভাগের শামিমা আক্তার।


রাবি/সাইফুর রহমান/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়