RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ৩০ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৬ ১৪২৭ ||  ১২ রবিউস সানি ১৪৪২

ইবিতে মেধাতালিকায় ভর্তি শেষে শূন্য ৮৭২ আসন

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১০, ১১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইবিতে মেধাতালিকায় ভর্তি শেষে শূন্য ৮৭২ আসন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ভর্তি শেষে শূন্য ৮৭২ আসন রয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা থেকে এসব তথ্য জানা যায়।

চার ইউনিটে অপেক্ষমান তালিকায় থাকা ভর্তিচ্ছুরা এসব আসনে ভর্তির সুযোগ পাবে।

সূত্র মতে, এবছর বিশ্ববিদ্যালয়ে ৩৪ বিভাগের মোট দুই হাজার ৩০৫ আসনের বিপরীতে মেধাতালিকা থেকে এক হাজার ৪৩৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এতে থিওলজি অ‌্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০ট আসনের মধ্যে ৩০ এবং কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ সমন্বিত ‘বি’ ইউনিটে এক হাজার ৬৫ আসনের মধ্যে চার শত ৩১ আসন শূণ্য রয়েছে।

এছাড়াও ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে চারশত ৫০ আসনের মধ্যে একশত ৫৬ এবং বিজ্ঞান, জীব বিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ সমন্বিত ‘ডি’ ইউনিটে পাঁচশত ৫০ আসনের মধ্যে দুইশত ৫৫ আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির সুযোগ রয়েছে।

প্রসঙ্গত, অপেক্ষমাণ তালিকার স্থান প্রাপ্ত ভর্তিচ্ছুদের বিভাগ পছন্দ, সাক্ষাৎকার ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে () পাওয়া যাবে।ইবি/নাহিদ/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়