ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ১৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

ফাইল ফটো

মহামারি করোনাভাইরাস সংক্রমণ বাড়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বৃদ্ধি করতে যাচ্ছে সরকার। সোমবার (১৫ জুন) এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

রোববার (১৪ জুন) শিক্ষা মন্ত্রণালয় সূত্র থেকে জানা যায়, আগামীকাল শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৈঠক করবে। বৈঠকে আলোচনার মাধ্যমে ছুটি বৃদ্ধি করা হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, দেশে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। দিন দিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আগামীকাল দুই মন্ত্রণালয় আলোচনা করে কতদিন পর্যন্ত ছুটি বৃদ্ধি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত আগামী ৩০ জুন পর্যন্ত ছুটি বৃদ্ধি করার চিন্তা-ভাবনা হচ্ছে।

দেশে করোনাভাইরাসের প্রকোপের কারণে গত মার্চের মাঝামাঝি সময় থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কয়েক দফায় এ ছুটি বৃদ্ধি করে ১৫ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।


হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়