ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইংরেজি মাধ্যমের সব বিদ্যালয় নিবন্ধনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ২৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইংরেজি মাধ্যমের সব বিদ্যালয় নিবন্ধনের নির্দেশ

দেশের ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলোকে নিবন্ধন করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার  (২৯ বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন এই তথ্য নিশ্চিত করেন।

অতিরিক্ত সচিব বলেন, ‘পদক্ষেপ বাস্তবায়ন করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও শিক্ষা বোর্ডগুলোকে  নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ধরনের নিবন্ধিত ও নিবন্ধনবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ‌্যা কত, তাও জানাতে বলা হয়েছে।’

প্রসঙ্গত,  বিদেশি কারিকুলামে পরিচালিত বেসরকারি বিদ্যালয় নিবন্ধন বিধিমালা অনুযায়ী নিবন্ধন ফি জমা দিয়ে বিদ্যালয়গুলোকে নিবন্ধন যথাযথ কর্তৃপক্ষের (সাধারণ শিক্ষা বোর্ড) কাছ থেকে নিবন্ধন সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু অভিযোগ আছে, বেশির ভাগ বিদ্যালয়ই নিবন্ধন না করে নিজেদের মতো করে চলছে। 

ইয়ামিন/এনই 

রাইজিং বিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়