ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ভাড়া বাড়িতে থাকা শিক্ষাপ্রতিষ্ঠান আর এমপিওভুক্ত হবে না’ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘ভাড়া বাড়িতে থাকা শিক্ষাপ্রতিষ্ঠান আর এমপিওভুক্ত হবে না’ 

শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব জমি-ভবনের ওপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘ভাড়া বাড়িতে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এমপিওভুক্ত করা হবে না।’

মঙ্গলবার (৪ আগস্ট) ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০’-এর ওপর আয়োজিত এক ভার্চুয়াল সভায়  শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে এমপিভুক্ত হওয়া ভাড়া বাড়িতে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ৫ বছরের মধ্যে নিজস্ব জায়গায় স্থানান্তর করতে হবে।’ তিনি আরও বলেন, ‘কোনো ট্রাস্ট বা সংস্থার মাধ‌্যমে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ট্রাস্ট বা সংস্থার সদস্যদের মতের ভিত্তিতে এমপিও ভুক্ত করা হবে। এই রকমের যে সব প্রতিষ্ঠান ইতোমধ্যে এমপিওভুক্ত হয়েছে, যদি ট্রাস্ট যদি না চায়, সেগুলোর এমপিও বাতিল করা হবে।  ওইসব প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকরা চাইলে অন্য এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন।’ 

দিপু মনি বলেন, ‘ভবিষ্যতে ট্রাস্টের কোনো প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন করতে চাইলে ট্রাস্টের অনুমোদন নিতে হবে।'

শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত  ভার্চুয়াল সভায় আরও যোগ দিয়েছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইয়ামিন/এনই
 

রাইজিং বিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়