ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৫ বছরে ভাড়া বাড়ি না ছাড়লে শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব‌্যবস্থা

আবু বকর ইয়ামিন  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৫ বছরে ভাড়া বাড়ি না ছাড়লে শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব‌্যবস্থা

দীর্ঘদিন পর ২০০৯ সালের অক্টোবরে ২ হাজার ৭৩০ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে সরকার।  এর মধ্যে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভাড়া বাড়িতে রয়েছে, সেগুলোকে দ্রুত নিজস্ব জায়গায় যাওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৫ বছরের মধ্যে তাদের নিজস্ব জায়গায় যেতে হবে।  না গেলে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। 

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তর সময় নিজস্ব জায়গ থাকার শর্ত ছিল না। নতুন করে এই শর্ত আরোপ করায় এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে কী প্রক্রিয়া অবলম্বন করা হবে, তা এখনো খোলাসা করা হয়নি। 

এই বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘যে সব প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে কিন্তু ভাড়া বাড়িতে রয়েছে, সেগুলোকে সুযোগ দিতে চাই।  এক্ষেত্রে পাঁচ বছর সময় পাবে তারা। এর মধ্যে তারা নিজস্ব জায়গায় যেতে না পারলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’ 

সচিব  আরও বলেন, ‘তবে এই প্রক্রিয়া কেমন হতে পারে, সে বিষয়ে এখনো চূড়ান্ত করা হয়নি। এমপিও নীতিমালা নিয়ে আরও কয়েকটি বৈঠক হবে।  বৈঠকগুলোয় এসব বিষয় চূড়ান্ত  করা হবে।’

মন্ত্রণালয় বলছে, প্রথমে যোগ্যতার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান তালিকাভুক্ত করা হয়। এরপর শর্ত পূরণের ভিত্তিতে সেই প্রতিষ্ঠানের যোগ্য শিক্ষকরা এমপিও তালিকায় আসেন।  যারা এমপিওভুক্তি চান, তাদের নির্দেশনা মানতে হবে।  কেউ নীতিমালা অনুযায়ী নিজদের মান ধরে রাখতে ব্যর্থ হলে এমপিও বাতিল হবে।

প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, ‘আগে এমপিও নীতিমালা হবে। এরপর ধাপে ধাপে এ প্রক্রিয়ার বিষয়ে জানানো হবে।’

মো. মাহবুব হোসেন বলেন, ‘এবারের এমপিওভুক্তির বিষয়ে কিছু ত্রুটি পেয়েছি। এগুলো যেন পুনরায় না ঘটে, সে বিষয়ে খুব গুরুত্বসহ দেখতে চাই। নতুন নীতিমালায় এসব বিষয় উল্লেখ করা হবে।’

এরআগে, মঙ্গলবার (৪ আগস্ট) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ভাড়া বাড়িতে থাকা এমপিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ৫ বছরের মধ্যে নিজস্ব জায়গায় যেতে হবে।  

ইয়ামিন/এনই
 

রাইজিং বিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়