ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনায় যথাসময়ে হচ্ছে না ঢাবির বিশেষ সমাবর্তন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় যথাসময়ে হচ্ছে না ঢাবির বিশেষ সমাবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

করোনাভাইরাসের পরিস্থিতিতে যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন।

এ সমাবর্তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ (মরণোত্তর)’ ডিগ্রি দেওয়ার কথা ছিল।

সোমবার (১০ আগস্ট) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টর অব লজ (মরণোত্তর) ডিগ্রি দেওয়া আমাদের জন্য গর্বের। আমরা আগেই ৫ সেপ্টেম্বর এ সমাবর্তন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটি যথাসময়ে করা যাচ্ছে না। ইতোমধ্যে আমাদের আচার্য রাষ্ট্রপতিকে আমরা বিষয়টি অবগত করেছি।  প্রধানমন্ত্রীকেও বিষয়টি অবগত করা হয়েছে। পরে কোনো সিদ্ধান্ত হলে সেটি অবশ্যই গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতির পক্ষ থেকে তারিখ নির্ধারিত হলে আমরা এই অনুষ্ঠান করবো।  এতে দেশ-বিদেশের প্রায় পাঁচ হাজার অতিথি থাকবেন। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা থাকবেন। এছাড়া দেশের বিভিন্ন বরেণ্য রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা থাকবেন।

চলতি বছরের ২৩ জানুয়ারি উপাচার্য কার্যালয়ে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গঠিত সমন্বয় কমিটির সভায় ৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ (মরণোত্তর) ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জিকে সমাবর্তন বক্তা হিসাবে নির্ধারণ করা হয় হয়।

ইয়ামিন/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়