ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাবি আধুনিক ভাষা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঢাবি আধুনিক ভাষা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত হয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আভাইএএ)’।

আধুনিক ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ভাষার ডিগ্রি, ডিপ্লোমা সার্টিফিকেট অর্জনকারী ৫২ জন প্রতিষ্ঠাতা সদস্য থেকে ৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম। সাধারণ সম্পাদক হয়েছেন ইংরেজি ভাষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মিঞা মো. নওশাদ কবীর।

কমিটির সহ-সভাপতি হয়েছেন ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মি. বিপুল চন্দ্র দেবনাথ। কোষাধ্যক্ষ হয়েছেন মাহমুদ ফয়সাল শোভন।

এছাড়া ৩ কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মিজ জান্নাতুন নাহার, মিজ শিউলী ফাতেহা এবং মিজ শর্মি বড়ুয়া। তিনজনই আভাই-তে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।  কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম জানান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্য পদাধীকারবলে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা থাকবেন।

ইয়ামিন/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়