ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেনকে অব্যাহতি

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ১২ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২২:১৯, ১২ সেপ্টেম্বর ২০২০
গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেনকে অব্যাহতি

দেলোয়ার হোসেন

নৈতিক স্খলনসহ নানা কারণে সাভারের গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা শারমীন সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।  

এতে জানানো হয়, এর আগে দুপুরে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল ভবনের মেজর এটিএম হায়দার বীরউত্তম মিলনায়তনে গণবিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্য সদস্যদের মধ্যে অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক হোসনে আরা শাহেদ, অধ্যাপক আলতাফুন্নেসা, অধ্যাপক দিলারা চৌধুরী, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু উপস্থিত ছিলেন।

এছাড়াও ট্রাস্টি বোর্ড সদস্য বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, ড. সালেহ্ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. সৈয়দ মোদ্দাচ্ছের আলী, ওয়ালিউল ইসলাম এবং শিরীন পারভীন হক অনলাইনে সভায় যুক্ত হন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি গণবিশ্ববিদ্যালয়ে (গবি) এক ছাত্রীর সঙ্গে অশ্লীল ফোনালাপ ফাঁস হওয়ার পর রেজিস্ট্রার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠে আসে। নিয়োগ বাণিজ্য, বেতন বৈষম্য, অনুসারীদের অধিক সুবিধা দেওয়া, বিভিন্ন কাজে তার দপ্তরে আসা শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়াসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে ট্রাস্টি বোর্ড তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেয়। 

সাব্বির/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়