ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজির দায়িত্বে সোহেল আহমেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ১৪ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৯:১৪, ১৪ সেপ্টেম্বর ২০২০
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজির দায়িত্বে সোহেল আহমেদ

সোহেল আহমেদ-ফাইল ছবি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদকে অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। একইদিন চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহকে অবসরে পাঠানো হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক আদেশ জারি করা হয়েছে।

৫৯ বছর পূ্র্ণ হওয়ায় গ্রেড-১ কর্মকর্তা ফসিউল্লাহকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। একইদিন অপর একটি আদেশে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়।

পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ফসিউল্লাহকে অবমুক্ত করে অফিস আদেশ জারি করা হয়।

মহাপরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদকে আর্থিক ক্ষমতাসহ মহাপরিচালকের সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে।

নঈমুদ্দীন/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়