ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

এমপিওভুক্ত হচ্ছেন মাদ্রাসার ৮৯০ শিক্ষক-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ১৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৮:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০২০
এমপিওভুক্ত হচ্ছেন মাদ্রাসার ৮৯০ শিক্ষক-কর্মচারী

প্রতীকী ছবি

এমপিওভুক্ত হচ্ছেন মাদ্রাসার ৮৯০ শিক্ষক-কর্মচারী। একইসঙ্গে ৬০ জন শিক্ষককে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর সহকারী অধ্যাপক স্কেল পাচ্ছেন ৫৭ জন শিক্ষক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদ্রাসা এমপিওর কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। 

জানা যায়, সভায় এমপিওভুক্ত মাদ্রাসাগুলোতে বিধি অনুযায়ী নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন নিষ্পত্তি করা হয়। করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়। সভায় ৮৯০ জনকে এমপিওভুক্ত করে ইনডেক্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির ভার্চুয়াল সভায় মোট ২ হাজার ৩২ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে স্কুলের ১ হাজার ৫১৬ জন এবং কলেজের ৫১৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।  

জানা যায়, শিক্ষক-কর্মচারীদের আবেদনের ভিত্তিতেই তাদের এমপিওভুক্ত করা হচ্ছে।

ইয়ামিন/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়