ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়নি আন্তঃশিক্ষা বোর্ডের সভায়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ২৪ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:৩৩, ২৪ সেপ্টেম্বর ২০২০
এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়নি আন্তঃশিক্ষা বোর্ডের সভায়

এইচএসসি ও সমমানের পরীক্ষা বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হলে পরবর্তী ১৫ দিনের মধ্যে প্রস্তুতি শুরু করতে চান তারা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে আন্তঃশিক্ষা বোর্ডের সভা হয়।

আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেছেন, ‘আজ এইচএসসি পরীক্ষা নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। এ বছর জেএসসি পরীক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। স্কুলগুলো নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের উত্তীর্ণ করে দিতে পারবে। আমরা জেএসসি পরীক্ষা নিতে পারব কি না, তা এখনও জানি না। এ বছর আড়াই মাস ক্লাস হয়েছে। এর বাইরে সংসদ টেলিভিশন ও অনলাইনে ক্লাস হয়েছে। যে প্রতিষ্ঠান যতটুকু পড়াতে পেরেছে, ততটুকুর ভিত্তিতে মূল্যায়ন হবে। এ ব্যাপারে শিগগিরই আমরা একটা গাইডলাইন দেব।’

তিনি আরও বলেন, ‘অষ্টম শ্রেণিতে যে অংশটুকু পড়ানো হয়নি, অথচ নবম শ্রেণিতে তা প্রয়োজন, সেগুলো পরবর্তী শ্রেণিতে কীভাবে সমন্বয় করা যায়, সে বিষয়ে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটকে (বেডু) দায়িত্ব দেওয়া হয়েছে।’

ঢাকা/ইয়ামিন/সাইফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়