ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কী থাকছে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের অনলাইন বৈঠকে 

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ২৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৪:৫০, ১৯ জানুয়ারি ২০২১
কী থাকছে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের অনলাইন বৈঠকে 

করোনা সংক্রমণ রোধে গত ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল হয়েছে পিইসি ও জেএসসি পরীক্ষা। স্থগিত রয়েছে এইচএসসি পরীক্ষা। এই অবস্থায় বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে করতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওই অনলাইন বৈঠকে শিক্ষামন্ত্রী কী বিষয়ে কথা বলবেন, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে সংশ্লিষ্ট মহলে।  

মন্ত্রণালয়-সূত্রে জানা গেছে, অনলাইন সভায় শিক্ষামন্ত্রী শিক্ষার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন। এই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।  এর মধ্যে মূলত কয়েকটি বিষয় গুরুত্ব পাবে। এর মধ্যে রয়েছে—প্রতিষ্ঠান কবে খোলা যায়, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা, অটোপাস, অটোপ্রমোশন, এসএসসি পরীক্ষা, একাদশ থেকে দ্বাদশে ভর্তির প্রক্রিয়া, অনলাইন ক্লাস, এমপিও নীতিমালা, বেসরকারি শিক্ষক নিয়োগ ও এইচএসসি পরীক্ষা। 

এছাড়া সিলেটের এমসি কলেজসহ শিক্ষাক্ষেত্রে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবেন শিক্ষামন্ত্রী।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের বলেন, ‘শিক্ষার সার্বিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী।  এ সময় চলমান বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হতে পারে।’ 

তথ্য কর্মকর্তা আরও বলেন, ‘এইচএসসির বিষয়ে এখনো পরিষ্কার কিছু বলা যাচ্ছে না।  এজন্য সরকার প্রধানের নির্দেশনা জরুরি।’

সংশ্লিষ্ট-সূত্রগুলো বলছে, বর্তমানে সবচেয়ে বেশি আলোচনার ইস্যু হয়ে দাঁড়িয়েছে এইচএসসি পরীক্ষা। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এই পরীক্ষার আয়োজন করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এই পরীক্ষা আয়োজনে শিক্ষা বোর্ড থেকে তিনটি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—কেন্দ্রের  সংখ্যা বাড়ানো, সিলেবাস সংক্ষিপ্ত করা, নম্বর কমানো ও পরীক্ষার বিষয় কমিয়ে আনা। শিক্ষাবোর্ডের এসব প্রস্তাব বর্তমানে পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয়|   

ঢাকা/এনই 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়