ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দেশের সব কলেজের জন্য ৯ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ২৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১২:৩০, ১ ফেব্রুয়ারি ২০২১
দেশের সব কলেজের জন্য ৯ নির্দেশনা

সারাদেশে সরকারি-বেসরকারি কলেজগুলোয় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। একইসঙ্গে ছাত্রাবাস বন্ধ রাখার পাশাপাশি ৯ দফা নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এই নির্দেশনা জারি করে।

মাউশির উপপরিচালক (কলেজ-১) প্রফেসর ড. শাহ মো. আমির আলী স্বাক্ষরিত ‘কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বন্ধ সরকারি ও বেসরকারি কলেজসমূহে নিরাপত্তা নিশ্চিতকরণসহ সরকারি নির্দেশনা’ বাস্তবায়ন সংক্রান্ত চিঠি  দেশের সব সরকারি-বেসরকারি কলেজ অধ্যক্ষকে পাঠানো হয়েছে।
 
চিঠিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।  দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় ক্যাম্পাসের নিরাপত্তা বজায় রাখতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ৯ দফা নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।  নির্দেশনাগুলো হলো:
 
১. অনলাইন ক্লাস কার্যক্রম চালু রাখতে হবে। আঞ্চলিক পরিচালককে ক্লাস নেওয়ার তথ্য দিতে হবে।
 
২. প্রতিষ্ঠানে ভিজিল্যান্স টিম গঠন করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের কাছে নিয়মিত পরিদর্শন প্রতিবেদন দাখিল করতে হবে।

৩. শিক্ষার্থীদের অনলাইন-ক্লাস মনিটরিং করতে হবে।  এই কার্যক্রমে অভিভাবকদেরও যুক্ত করতে হবে।
 
৪. শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিতে হবে।
 
৫. কলেজ ক্যাম্পাসে বিনা প্রয়োজনে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
 
৬. কলেজের বিজ্ঞানাগার ল্যাব, আইসিটি ল্যাব, লাইব্রেরিসহ সার্বিক সরকারি সম্পত্তি ও নথি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
 
৭. ছাত্রাবাসগুলো বন্ধ রাখার পাশাপাশি এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
 
৮. প্রতিষ্ঠানের মূল ফটকসহ সব প্রবেশপথে সার্বক্ষণিক প্রহরী নিয়োজিত রাখতে হবে।
 
৯. স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে পুলিশি টহল জোরদার করতে হবে।
 

ইয়ামিন/এনই 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়