ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রতি স্কুলে দুজনকে প্রশিক্ষণ দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০২০  
স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রতি স্কুলে দুজনকে প্রশিক্ষণ দেওয়া হবে

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার।

জানা গেছে, স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রত্যেক স্কুলে অন্তত দুজনকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। আর এতে একজন মহিলা শিক্ষক অবশ্যই অন্তর্ভুক্ত থাকবেন।

বুধবার (৩০ অক্টোবর) শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল এক সভায় এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক।

এসময় অন্তত একজন মহিলা শিক্ষক অন্তর্ভুক্ত রাখার প্রতি জোর দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীর স্বাস্থ্যগত দিক খেয়াল রাখছি। আমাদের চেষ্টা অব্যাহত আছে। বিশ্বের বিভিন্ন দিকও আমাদের নজরে আছে।

তিনি বলেন, আজকের বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে আমরা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে চাই। পৃথিবী পরিবর্তনশীল। আমরা সে পরিবর্তনের সঙ্গে থাকতে চাই।

ইয়ামিন/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়